যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৪ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত হয়েছেন আরও ৮৭ ফিলিস্তিনি।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, প্রথম আঘাতটি আসে ঘনবসতিপূর্ণ রিমাল এলাকায়, যা একটি গাড়িতে আঘাত হানে। হামলার পর গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত পাঁচজন ওই গাড়ির যাত্রী নাকি পথচারী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এই হামলার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ শহর এবং নুসাইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে পৃথক হামলা চালায়। এসব হামলায় আরও অন্তত ১০ জন নিহত ও অনেকেই আহত হন। পরে পশ্চিম গাজা সিটিতে আরও একটি বাড়িতে বিমান হামলায় পাঁচজন নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজায় মানবিক সহায়তার রাস্তা ব্যবহার করে একজন বন্দুকধারী ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছে, যা যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন”। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এর প্রতিক্রিয়ায় তারা গাজায় লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তবে হামাস এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, গাজায় হত্যাযজ্ঞ চালাতে হামলা চালানোর জন্যই এসব অজুহাত তৈরি করছে ইসরায়েল।
যুদ্ধবিরতির ছয় সপ্তাহের বেশি সময় পরও ইসরায়েল ও হামাস বারবার একে অপরকে এর লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে। দিনের শুরুতেই হামাস অভিযোগ করে যে, ইসরায়েলের বর্ধমান লঙ্ঘন যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলছে এবং মধ্যস্থতাকারী দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত।
অন্যদিকে, ইসরায়েলও মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে হামাসকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করতে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য