এমন শক্তিশালী ভূমিকম্প আগে দেখেনি রাজধানীবাসী
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি গত কয়েক বছরে রাজধানী ও আশপাশের অঞ্চলে অনুভূত হওয়া তীব্র ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭। তিনি সকলকে সতর্ক করে বলেন, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করা উচিত।
ভূমিকম্প শুরু হতেই রাজধানীর বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। অফিস, স্কুল ও বাণিজ্যিক এলাকায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।
তেজগাঁও এলাকার বাসিন্দা শাম্মী আক্তার বলেন, তিনি রান্নাঘরে ছিলেন। হঠাৎ মেঝে দুলতে শুরু করলে প্রথমে বুঝতে পারেননি। পরে জিনিসপত্র পড়ে যেতে দেখে দ্রুত নিচে নেমে আসেন। তিনি বলেন, “আমার ২০ বছরের জীবনে এমন তীব্র কম্পন আগে কখনও দেখিনি।”
কারওয়ান বাজার এলাকার একটি বহুতল ভবনের নিরাপত্তাকর্মী জানান, ভবনটি এত জোরে দুলছিল যে সবাই চিৎকার করতে করতে নিচে নেমে আসে।
ফারজানা সুলতানা আফটার শকের বিষয়ে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব দেখা যায়নি।
এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল; রিখটার স্কেলে তখন কম্পনের মাত্রা ছিল ৫.৬। সেই সময়ও দেশের উত্তর-পূর্বাঞ্চল, ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছিল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য