প্রচ্ছদ / ধর্ম ও জীবন / বিস্তারিত

ভয়াবহ ভূমিকম্প: এখনও শুধরে নেওয়ার সুযোগ রয়েছে- বললেন আজহারি

২১ নভেম্বর ২০২৫, ২:১৩:৫০

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকালে অনুভূত ভূমিকম্পের প্রেক্ষিতে আধ্যাত্মিক নেতারা মানুষকে সতর্ক করেছেন। মিজানুর রহমান আজহারি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আজ যদি ভূমিকম্পের তীব্রতা আরও বেশি হতো, খুব কম মানুষের শেষ আমল হতো ফজরের নামাজে। সেই তালিকায় আপনি থাকতেন কি? উত্তর ‘না’ হলে, এখনও শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, “এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন ঠিকই টের পয়েও দিবে। তাই সময় থাকতে নিজেদের শুধরে নেওয়া জরুরি।”

আজহারি কোরআনের [সূরা আল-মুলক : ১৬] আয়াত উদ্ধৃত করে সতর্ক করেছেন যে, আল্লাহ চাইলে এই পৃথিবীকে ধ্বসিয়ে দিতে পারেন এবং এটি মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকতে অনুরোধ করছে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প মানুষের নৈতিক অবস্থা ও সচেতনতার ওপরও প্রভাব ফেলে। তাই সময় থাকতেই আধ্যাত্মিক ও সামাজিক দায়বদ্ধতা পালন করা জরুরি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য