জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং মতবিনিময়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে যমুনা এসি বিজনেস সামিট ২০২৫। বুধবার (১৯ নভেম্বর) রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ব্যবসায়িক সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।
এসি একটি বিকাশ মান শিল্প। গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে এসি বিক্রি। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতির অগ্রযাত্রা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে এসির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা এসি ইতিমধ্যে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ক্রমাগত মান উন্নয়ন এবং নতুন নতুন মডেলের এসি বাজারে নিয়ে এসেছে।
যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস এর মার্কেটিং ডিরেক্টর, সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সেলিম উল্লাহ সেলিম বলেন, আপনারা শুধুমাত্র যমুনা ইলেকট্রনিক্সের ডিলার বা পার্টনার না, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য। আমাদের আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য মূলত তিনটি, এক) আমাদের ডিলারদের সাথে শক্তিশালী ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা, দুই) এসি বিজনেস নিয়ে আগামী বছরের ব্যবসায়িক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা, তিন) আর একসাথে সফলতার নতুন পথ খুঁজে বের করা।
সেলস ডিরেক্টর, ড. সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত এসির সম্মানিত ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর হেড অফ বিজনেস, সাজ্জাদুল ইসলাম তার কি নোট স্পিচে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি এসি মার্কেট ট্রেন্ড, ভবিষ্যৎ এসি বিজনেসের সুযোগ-সুবিধা এবং বিজনেস ইন সাইড নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর হেড অফ সেলস, মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস, আখতার হোসেন ডিলারদের সাথে যমুনার ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস নেটওয়ার্কিং এবং অফারের বিস্তারিত তুলে ধরেন। সারাদেশ থেকে আগত এসির ডিলারবৃন্দ যমুনার সাথে তাদের ব্যবসায়িক পথ চলার সাফল্য গাথা তুলে ধরেন।পারস্পরিক মতবিনিময় এবং এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জিয়া যায়শান, হেড অফ প্রোডাকশন, কিং হুয়ান, হেড অফ আর এন ডি, মো. ইব্রাহিম হোসেন, এজিএম বিজনেস অপারেশন সহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য