প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত
হাসিনা-কামালকে দেশে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু
১৮ নভেম্বর ২০২৫, ৩:৪০:১২
এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, জুলাই গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পর তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি বলেন, শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি বাহারুল আলম ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারে রায়ের কপি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য