শেখ হাসিনার নামের আগে ‘খুনি’ উল্লেখ না করলে গণমাধ্যমও অপরাধী: হাদি
এবার জুলাই অব্যাহত আতঙ্কের সময় খুনের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নামের আগে ‘খুনি’ শব্দটি ব্যবহারের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। সোমবার (১৭ নভেম্বর) তিনি রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন। হাদী বলেন, আজকের পর থেকে যদি কোনো মিডিয়া শেখ হাসিনার নামের আগে ‘খুনি’ লিখতে বা এ ব্যাপারে কথা বলতে ব্যর্থ হয়, তাহলে তারাও অপরাধে অংশ নেবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ভারত, যিনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তার প্রতি হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, ভারতকে প্রয়োজনীয়ভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে। যদি তা না হয়, তাহলে ভারতও নিরাপদ থাকবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা করতে।
তিনি সাবেক আইজিপির শাস্তির জন্য আপিল করার কথাও জানান। অন্তর্বর্তী সরকারকে রায় কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু রায় অন্তর্বর্তী সরকার দিয়েছে, তাদেরই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। রায় সুষ্ঠু হওয়া সত্ত্বেও, দ্রুত তার বাস্তবায়ন ঘটাতে হবে। যতক্ষণ না খুনি হাসিনার রায় বাস্তবায়িত হয়, ততক্ষণ রাজপথে থাকার আহ্বান জানান ইনকিলাব মঞ্চ।
বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের প্রথম এজেন্ডায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান হাদী। তিনি বলেন, প্রত্যেকটি গণহত্যার বিচারের রায় কার্যকর করার প্রতিশ্রুতি রাখতে হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য