প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

১৭ নভেম্বর ২০২৫, ৯:২০:২৬

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ বহুল প্রত্যাশিত এ মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আরও দুই আসামি—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও কামাল বর্তমানে ভারতে পলাতক; তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মামুনই তিন আসামির মধ্যে একমাত্র গ্রেফতার ব্যক্তি এবং তিনি আদালতে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্ট চত্বরে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের টহল ও চেকপোস্ট বসাতে দেখা যায়। রায় শুনতে শহীদ ও আহতদের পরিবার–পরিজনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হচ্ছেন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে।

প্রসিকিউশনের পক্ষ থেকে তিন আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। পাঁচটি অভিযোগে অভিযুক্ত এ মামলার রায় দেশের বিচার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে মনে করছেন আইনি বিশ্লেষকরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য