বিয়ে হওয়ার জন্য ১৭ দিনের শিশুকে হত্যা করলেন ৪ খালা

১৭ নভেম্বর ২০২৫, ১০:১২:৪৯

এবার ভারতের রাজস্থানের যোধপুরে একটি শোকাবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে চার খালা ১৭ দিনের নাবালক শিশুকে নরবলি হিসেবে হত্যা করেছেন। চার বোনের বিয়ে দীর্ঘদিন ধরেই হয়নি এবং তারা বিশ্বাস করতেন, নরবলি দিলে তাদের বিয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই কুসংস্কারকে সামনে রেখে তারা নিরীহ শিশুটিকে পা দিয়ে পিষে হত্যা করেন।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন এবং কিছু মন্ত্রপাঠ করছেন, অন্য নারীরাও মন্ত্রপাঠে অংশ নিচ্ছেন। পুলিশ ধারণা করছে, তারা লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করছিলেন।

শিশুর বাবা জানান, হত্যাকারীরা তার শ্যালিকা এবং তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চেয়েছিলেন। বাবার দাবি, ‘তারা মনে করেছিল আমার ছেলেকে হত্যা করলে তাদের বিয়ের বিষয়ে আশু সুফল আসবে।’ তিনি সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় পুলিশ এ ঘটনাকে ‘ধর্মীয় বিশ্বাসে বলিদান’ বা রিচুয়ালিস্টিক মার্ডার হিসেবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।এই হৃদয়বিদারক ঘটনায় সমাজে কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে জাগ্রত হওয়ার প্রয়োজনীয়তার কথা সামনে এসেছে। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য