রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫, ০১:২৬ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের লজ্জাজনক হার, লাল কার্ড দেখলেন রোনালদো

১৪ নভেম্বর, ২০২৫ ১১:০১:৪৪
ছবি: সংগৃহীত

এবার আয়ারল্যান্ডের মাঠে নাকি স্বাগতিক দর্শকদের কাছ থেকে বেশি দুয়ো শুনতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ সুপারস্টার আরেকবার আইরিশদের ডেরায় নামার আগে দুয়ো দিলেও ‘গুড বয়’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটি আর হলো কই! নিজে মেজাজ হারিয়ে লাল কার্ড তো দেখলেন–ই, পর্তুগালও ২-০ ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ডের কাছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে রবার্তো মার্টিনেজের দলকে আতিথ্য দেয় আইরিশরা। সফরকারী পর্তুগাল ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও, স্বাগতিকরাই গোল করেছে। বিশ্বকাপ বাছাইয়ে আগের চার ম্যাচে ৩ জয় ও একটি ড্র করার পর এবার হারের মুখ দেখল রোনালদো-ফেলিক্সরা। ৭২ শতাংশ পজেশন ও ১৪টি শট (লক্ষ্যে ৩টি) নিয়েও গোলহীন পর্তুগাল। বিপরীতে ৬ শটের মধ্যে ৩টি লক্ষ্যে ছিল আইরিশদের, পেয়েছে দুটি গোলও।

ম্যাচের ১৭ মিনিটেই পর্তুগাল পিছিয়ে পড়ে ট্রয় প্যারোটের গোলে। কর্নার থেকে উড়ে আসা বলে লিয়াম হেড করে গোলমুখে পাঠালে দ্বিতীয় হেডে জালে জড়ান প্যারোট। মিনিট খানেক আগেই অবশ্য গোলরক্ষক দিয়েগো কস্তার ভুলে সফরকারীরা গোল খেতে পারত। প্রেসিংয়ে থাকা ট্রয় প্যারোট এগিয়ে এলে দ্রুত মারতে গিয়ে তার পায়ে বল তুলে দেন তিনি। ৩৮তম মিনিটে আইরিশদের কোনাকুনি একটি শট দূরের পোস্টে গিয়ে লাগে।

পর্তুগাল কার্যকরী আক্রমণ করতে পারছিল না, তারই সুযোগে ৪৫ মিনিটে প্যারোট নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন। ডি-বক্সে একজনকে কাটিয়ে নিখুঁত শটে তিনি কাছের পোস্ট ঘেঁষে জালকে গন্তব্য বানান। বিরতির আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পর্তুগাল। প্রথমার্ধে সেভাবে গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে না পারা দলটিকে বিরতির পর জমাট রক্ষণের কাছে আটকে থাকতে হয়েছে। একে তো ম্যাচে পিছিয়ে, তার ওপর স্বাগতিকদের দুয়ো মিলিয়ে মেজান খোয়ান রোনালদো।

স্বাগতিক ডিফেন্ডারকে তিনি কনুই দিয়ে ঢুস মেরে প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। পরে ভিএআর সেটি বদলে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখায় রোনালদোকে। মাঠ ছাড়ার সময় তিনি আইরিশ সমর্থকদের ব্যঙ্গ করে তালিও দিয়েছেন। এ ছাড়া আইরিশ কোচের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় ডাগআউটে গিয়ে। সবমিলিয়ে রোনালদো একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায় আছেন। যা কার্যকর হতে পারে ২০২৬ বিশ্বকাপেও। এর আগে জাতীয় দলের ২২৫ ম্যাচে কখনও লাল কার্ড দেখা হয়নি সিআরসেভেনের। ম্যাচের বাকি সময়ে আর ব্যবধানও কমাতে পারেনি পর্তুগাল।

ড্রয়ের পর এই হারে কিছুটা ব্যাকফুটে অবস্থানে বার্নার্দো সিলভা ও জোয়াও নেভেসরা। তবুও অবশ্য তারা বাছাইয়ের ‘এফ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

হাঙ্গেরি সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং ৭ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। এখন তিন দলের সামনেই সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD