প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

পুলিশের গাড়িতেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

১৪ নভেম্বর ২০২৫, ১২:০৩:৩৩

ছবি: সংগৃহীত

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় এক নারীকে মারধর করে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—পুলিশের ভ্যানে তোলা অবস্থাতেও ওই নারী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমণ্ডি ৩২-এর সামনে স্লোগান দেওয়ার পর পুলিশ সদস্যরা তাকে আটক করে এবং গাড়িতে তোলে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে একই দিন সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন এক কিশোরকে আটক করে পুলিশ। পরে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য