আরও ৯ জেলায় নতুন ডিসি
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। তৃতীয় ধাপে আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি ৮ জেলার ডিসিদের বদলিপূর্বক ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো- চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।
প্রজ্ঞাপন অনুযায়ী-
১/ নারায়ণগঞ্জের ডিসি মো. জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের ডিসি করা হয়েছে।
২/ বিপিএটিসির পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসান হয়েছেন লক্ষ্মীপুরের ডিসি।
৩/ পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নূরমহল আশরাফী হয়েছেন মুন্সিগঞ্জের ডিসি।
৪/ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান হয়েছেন নেত্রকোনার ডিসি।
৫/ অর্থ বিভাগের উপসচিব শাহাদাত হোসেন মাসুদ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।
৬/ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. সাইফুল ইসলাম হয়েছেন নওগাঁর ডিসি।
৭/ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার সাদাত হয়েছেন খাগড়াছড়ির ডিসি।
৮/ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, রাজশাহী বিভাগের পরিচালক মু. রেজা হাসান হয়েছেন কুমিল্লার ডিসি।
৯/ জনপ্রশাসন বিভাগের উপসচিব রায়হান কবির হয়েছেন নারায়ণগঞ্জের ডিসি।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে উপসচিব, মুন্সিগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব, নওগাঁর ডিসি মো. আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব, খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগে উপসচিব, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব, নেত্রকোণার ডিসি মো. আবদুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ে উপসচিব, এবং কুমিল্লার ডিসি মো. আমিনুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উপসচিব হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য