ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন কিশোর আটক
ছবি: সংগৃহীত
এবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ঘটনাস্থলে দেখা গেছে, কিশোরটির পরনে প্যান্ট, কোট ও টাই ছিল এবং হাতে ছিল একটি ব্যাগ। পরে তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, কিশোরটির আচরণ ছিল সন্দেহজনক এবং তার বক্তব্যও বিভ্রান্তিকর। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদল, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, কিশোরটির ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। কোনো ব্যক্তি নাশকতার চেষ্টা করতে পারে বলে সন্দেহ হলে তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য