সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ

এনসিপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, যুবকের দৌড়

১৩ নভেম্বর, ২০২৫ ১:২৮:০৫
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় মিছিলে বিশৃঙ্খলা দেখা দিলেও বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই তা শেষ হয়। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে এক যুবক হঠাৎ সামনে এসে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন কর্মী ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান।

এনসিপি নেতা শওকত আলী বলেন, “মিছিলে এক যুবক হঠাৎ চিৎকার করে বলে, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ আমরা তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।”

মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ অন্যান্য নেতাকর্মী।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD