বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল
ছবি: সংগৃহীত
প্রিয় দুই তারকা কাজল ও টুইঙ্কল খন্নার জনপ্রিয় শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এর ফিনালে ইপিসোডে অতিথি হিসেবে আসছেন ভিকি কৌশল এবং কৃতী স্যানন। এই ইপিসোডটি এরই মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। এক বিশেষ সেগমেন্টে কাজল একটি চমকপ্রদ মতামত পেশ করেন- বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত এবং নতুন করে শুরু করার সুযোগ থাকা দরকার। খবর ইন্ডিয়া টুডের।
সেগমেন্টের শুরুতেই সঞ্চালিকা টুইঙ্কল প্রশ্ন করেন, বিয়ের কি কোনো মেয়াদ থাকা উচিত এবং নতুন করে শুরু করার সুযোগ থাকা উচিত? এই প্রশ্নটি অতিথিদের মধ্যে মতভেদ তৈরি করে। কৃতী, ভিকি এবং টুইঙ্কল একসঙ্গে এর বিপক্ষে অবস্থান নেন, তবে কাজল এই ধারণার সমর্থনে এগিয়ে যান এবং তার সায় দেওয়ার জন্য সবুজ বাক্সের দিকে চলে যান।
এ বিষয়ে টুইঙ্কল মজার ছলে বলেন, এটা বিয়ে, কোন ওয়াশিং মেশিন না তো! তবে কাজল তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি একদম বিশ্বাস করি যে, বিয়ের একটা মেয়াদ থাকা উচিত। কখনো কি জানি আপনি সঠিক সময়ে সঠিক মানুষটির সঙ্গে বিয়ে করছেন? নতুন করে শুরু করার সুযোগ থাকলে কোনো সমস্যা নেই, আর মেয়াদ শেষ হলে কেউ দীর্ঘদিন কোনো অস্বস্তিতে থাকবে না।
এরপর আলোচনার এক পর্যায়ে আরেকটি বিতর্কিত প্রশ্ন তোলা হয়, টাকা কি সুখ কিনতে পারে? এবার টুইঙ্কল এবং ভিকি একমত হন, কিন্তু কাজল মতপার্থক্য রেখে আলাদা দাঁড়িয়ে থাকেন। কাজল বলেন, যতই টাকা থাকুক না কেন, সেটা আসলে সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা মানুষকে আসল সুখের ধারণা থেকে দূরে নিয়ে যায়। কৃতী কিছুটা ভেবে বলেছিলেন, কিছুটা টাকা সুখের জন্য সহায়ক হতে পারে।
এই ইপিসোডে আরও একটি মজাদার আলোচনা হয় বন্ধু এবং রোমান্টিক সম্পর্ক নিয়ে। যখন প্রশ্ন করা হয়, সেরা বন্ধুদের একে অপরের এক্সের সঙ্গে ডেট করা উচিত নয়, টুইঙ্কল একমত হন এবং বলেন, আমার বন্ধুদের আমার কাছে কোনও পুরুষের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পুরুষ তো কোথাও না কোথাও পাবো। এরপর টুইঙ্কল কাজলের দিকে তাকিয়ে বলেন, আমরা একটা এক্স শেয়ার করি, কিন্তু বলতে পারি না, যা শুনে কাজল হাসতে হাসতে বলেন, চুপ কর, আমি তোমাকে অনুরোধ করি। পুরো শোয়ে তখন হাসির রোল পড়ে যায়।
এটি প্রথমবার নয়, এর আগে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ শো-তে একটি বিতর্কিত মন্তব্য উত্থাপিত হয়েছিল। সেই ইপিসোডে জানভী কাপূর এবং করণ জোহর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে প্রশ্ন তোলা হয়েছিল, ইমোশনাল অ্যাফিডেলিটি কি শারীরিক অ্যাফিডেলিটির চেয়ে বেশি ক্ষতিকর? কাজল, করণ এবং টুইঙ্কল একমত হন, তবে জানভী একাই এর বিরোধিতা করেছিলেন। করণ বলেন, শারীরিক অ্যাফিডেলিটি কখনও একটা বড় ব্যাপার নয়, তখন জানভী জবাব দেন, না, ব্যাপারটা ঠিক তখনই ভেঙে গেছে।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এর ফিনালে ইপিসোডটি এই বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য