ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় তীব্র অসন্তোষ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে তলব করে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্র জানায়, ভারতীয় কূটনীতিককে জানানো হয়—ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সূত্র আরও জানায়, বাংলাদেশের এক দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিকে ভারত আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও উসকানিমূলক কর্মকাণ্ডে সহায়তা করার সুযোগ দিচ্ছে—এটি দুই দেশের সুসম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।
ভারতীয় উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং এ বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশের অবস্থান জানানো হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য