অবৈধ মোবাইল মার্কেট সিন্ডিকেটের মাফিয়া ‘সুমাস টেক’

১২ নভেম্বর ২০২৫, ৪:০৫:৩৪

ছবি: সংবাদ বেলা

এবার অবৈধ বা ‘গ্রে’মোবাইল হ্যান্ডসেটের বাজার বন্ধে সরকার আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর চূড়ান্ত ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মধ্যেই দেশের মোবাইল শিল্পে একটি শক্তিশালী মাফিয়া চক্রের তৎপরতা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

সূত্রমতে, শুল্ক ফাঁকি দিয়ে হ্যান্ডসেট আমদানির এই অবৈধ কারবারের নেপথ্যে থাকা মাফিয়া চক্রের মূল হোতা হিসেবে ‘সুমাস টেক’ (Sumash Tech) নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আবু সাইদ পিয়াস নামের এক ব্যক্তির নাম আলোচনায় এসেছে।

বিটিআরসি’র এনইআইআর (NEIR) চালুর মূল উদ্দেশ্যই হলো অবৈধ আমদানি, শুল্ক ফাঁকি এবং চোরাই ফোনের রমরমা বাণিজ্য বন্ধ করা। এই সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে অবৈধভাবে আনা কোনো হ্যান্ডসেট দেশের মোবাইল নেটওয়ার্কে সচল করা যাবে না।

সরকারের এই কঠোর পদক্ষেপের ঘোষণার পরই ‘গ্রে’ মার্কেটের নেপথ্যে থাকা সিন্ডিকেটগুলোর তৎপরতার খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, ‘সুমাস টেক’-এর পিয়াস-কেন্দ্রিক এই চক্রটি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবেস্মার্টফোন আমদানি করে আসছিল, যার ফলে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এনইআইআর (NEIR) ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন করা গেলে পিয়াসের মতো ব্যক্তিদের নেতৃত্বাধীন এই অবৈধ সিন্ডিকেটগুলো ভেঙে পড়বে। এ কারণেই এই চক্রগুলো এনইআইআর (NEIR) বাস্তবায়নের বিরুদ্ধে নানাভাবে তৎপরতা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য