রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ

একসঙ্গে হজের লটারি জিতলেন ৩ ভাইবোন, আনন্দে লুটিয়ে পড়লেন সিজদায়

১১ নভেম্বর, ২০২৫ ৫:২৯:০৬

এবার মিসরে ঘটেছে এক অনন্য ঘটনা, একই পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজ ২০২৬ মৌসুমের লটারিতে নির্বাচিত হয়েছেন। এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে, কেউ কেউ একে ‘অলৌকিক মুহূর্ত’ বলেও বর্ণনা করেছেন। ঘটনাটি ঘটে মিসরের এক শহরে অনুষ্ঠিত সরকারি হজ লটারির সময়। প্রথমে ভাইটি তার বড় বোনের নাম ঘোষণার মুহূর্তে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন। তিনি যখন অশ্রুসিক্ত অবস্থায় উঠলেন, তখনই ঘোষণায় শোনা গেল তাঁর নিজের নাম। মুহূর্তের মধ্যে হলরুমে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও আবেগ।

কিন্তু বিস্ময় এখানেই শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হলো তাদের দ্বিতীয় বোনের নাম, তিনজনই একসঙ্গে নির্বাচিত! পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন আনন্দে, উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়লেন। তিনজনই যাচ্ছেন হজে একসঙ্গে, এই তিন ভাইবোন আগামী বছর প্রায় ৫০ হাজার মিসরীয় হাজির সঙ্গে হজ পালন করবেন। তাদের এই একযোগে নির্বাচিত হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে।

মিসরে প্রতিবছর সরকারি কোটা অনুযায়ী হজে যাওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হয়। লক্ষাধিক আবেদনকারীর মধ্যে থেকে খুব সীমিত সংখ্যক ব্যক্তিই নির্বাচিত হন। তাই একই পরিবারের তিন সদস্যের নাম একসঙ্গে উঠে আসা একেবারেই বিরল ঘটনা। স্থানীয় এক কর্মকর্তা বলেন, আমরা বহু বছর ধরে হজ লটারির দায়িত্বে আছি, কিন্তু এমন ঘটনা আগে কখনও দেখিনি। সত্যিই এটি আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত।

আবেগঘন মুহূর্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভাইটি সেজদায় কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং উপস্থিত মানুষ কাঁদছেন আনন্দে। মিসরের ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাদের অভিনন্দন জানিয়ে বলেছে, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং এই সৌভাগ্যকে রহমত ও কল্যাণের কারণ বানান। এক পরিবারের তিন ভাইবোনের এমন সৌভাগ্য প্রমাণ করে—আল্লাহ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, তাঁর ঘরে আমন্ত্রণ জানান। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD