৫ পদে জামায়াতের ও দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীর জয়
এবার রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে বিরতিহীনভাবে এর ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান ভুট্টো পেয়েছেন ৩১৯ ভোট।
অপর প্রার্থী প্রফেসর মোজাম্মেল হক পেয়েছেন ২৯৩ ভোট ।সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।
কার্যকরী সদস্য পদের তিনটি জামায়াত ও দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে জামায়াত সমর্থিত জাহিদুল ইসলাম ৪৭৮, হাবিবুর রহমান ৪৬৩ ও শফিকুল ইসলাম ৪৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। আর বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু ৪৮৪ ও কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে কার্যকরী সদস্য পদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৭ পদে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১৬৩০ ভোটারের মধ্যে ১১১৩ জন ভোট দিয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য