নির্বাচনে ৯৭ শতাংশ মুসলিম ভোটার ভোট দিয়েছেন মামদানিকে
এবার যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের বিপুল সমর্থন জানিয়েছেন। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে এই প্রবণতা লক্ষ্য করা গেছে। মার্কিন সংস্থা কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (সিএআইআর)–এর এক নতুন বুথফেরত জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এদিকে জরিপে দেখা গেছে, নিউইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে মুসলিম ভোটারদের ৯৭ শতাংশ ভোট দিয়েছেন। একইভাবে, ভার্জিনিয়ার ডেমোক্রেটিক মুসলিম সিনেটর গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর নির্বাচনে মুসলিম ভোটের ৯৫ শতাংশ পেয়েছেন। এই ভোট প্রবণতা মূলত ট্রাম্পের নীতির প্রতি ক্ষোভ এবং মুসলিম সমাজের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর প্রচেষ্টা থেকে উদ্ভূত।
সিএআইআর জানাচ্ছে, মুসলিম ভোটাররা কেবল মুসলিম প্রার্থীদের নয়, ডেমোক্র্যাটিক পার্টির মধ্যপন্থী অমুসলিম প্রার্থীদেরও ব্যাপক সমর্থন দিয়েছেন। উদাহরণস্বরূপ, ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউ জার্সির মিকি শেরিল মুসলিম ভোটারদের প্রায় ৮৫ শতাংশ সমর্থন পেয়েছেন। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করা ‘প্রস্তাব ৫০’ মুসলিম ভোটারদের ৯০ শতাংশ সমর্থন পায়। জরিপে ১,৬২৬ জন মুসলিম ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জরিপের ফলাফল থেকে দেখা যাচ্ছে, মুসলিম ভোটাররা উচ্চমাত্রার অংশগ্রহণ দেখিয়েছেন। সিএআইআর এক বিবৃতিতে জানিয়েছে, “মার্কিন মুসলিমরা এখন নিজেরা তুলে ধরছেন, মত প্রকাশ করছেন, এবং গণতন্ত্রের ভবিষ্যৎ গড়ে তুলছেন।” চারটি অঙ্গরাজ্যে মুসলিম ভোটাররা ভোট প্রক্রিয়ায় অসাধারণ আগ্রহ দেখিয়েছেন, যা তাদের সক্রিয় নাগরিক হিসেবে ভূমিকা প্রতিফলিত করে।
৪ নভেম্বরের নির্বাচন ডেমোক্র্যাটদের জন্য প্রাথমিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও নিউইয়র্কে নির্বাচনের সময় ইসলামবিরোধী বক্তব্য বেড়ে যায়, মুসলিম ভোটাররা সত্ত্বেও ডেমোক্র্যাটদের পাশে দাঁড়িয়েছেন। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কিছু মুসলিম ভোটার ইসরায়েল সমর্থনের কারণে দল থেকে মুখ ফিরিয়েছিলেন, তবে এবার তারা পুনরায় দলের সঙ্গে ফিরে এসেছেন। এ নির্বাচনের ফলাফল দেখাচ্ছে, মুসলিম ভোটাররা দেশের শক্তি নির্ধারণে সক্রিয় অংশ নিচ্ছেন, পক্ষপাত থেকে সরে থেকে। আগামী বছরের কংগ্রেস নির্বাচনে বেশ কয়েকজন মুসলিম প্রার্থী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন আব্দুল এল–সায়েদ, যিনি মিশিগান থেকে মার্কিন সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তথ্যসূত্র : আল–জাজিরা
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য