এনসিপি জোটে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে: হাসনাত আবদুল্লাহ

১১ নভেম্বর ২০২৫, ১:২০:১২

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)। সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত সমন্বয় সভায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আগামী নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। যদি অর্থ খরচ ছাড়া আমরা ৫০০ ভোটও পাই, সেটিও এনসিপির জন্য বড় অর্জন হবে। জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব।”

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে শত মাইল দূরে সরে গেছে। তিনি বলেন, “যারা জিয়ার আদর্শে বিশ্বাসী, তাদের এনসিপিতে স্বাগত জানাই। হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করেছে, এখন তারাই দলে কোণঠাসা।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ‘জুলাই সনদের আদেশ’ বাস্তবায়ন করতে হবে। এটি কোনো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং একটি পূর্ণাঙ্গ আদেশ, যা অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।

এনসিপির এই নেতা স্পষ্টভাবে জানান, “আমরা জোটে যাচ্ছি না, এনসিপি নিজস্বভাবে নির্বাচনে অংশ নেবে। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চায়। যারা বাংলাদেশ ও জুলাই সনদে বিশ্বাস করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিপক্ষে—তাদের সঙ্গে আমরা ঐক্য গড়ব।” নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য