প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

নিখোঁজ বিমান বাহিনীর সাবেক সেই নারী পাইলটের মরদেহ উদ্ধার

১০ নভেম্বর ২০২৫, ১০:৩৮:৩৮

ছবি: সংগৃহীত

মোংলায় সুন্দরবনে ঘুরতে এসে পশুর নদীতে বোটডুবির ঘটনায় নিখোঁজ আমেরিকা প্রবাসী রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে নদীর জয়মনিরঘোল সরকারি খাদ্য গুদাম জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল এলাকায় ঘুরতে যান। দুপুর ১টার দিকে বোটটি ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিলেন। পরে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হলে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

তিনি আরও জানান, তিনদিনের টানা অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলোর জেটি সংলগ্ন পশুর নদী থেকে নিখোঁজ পর্যটক রিয়ানার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

রিয়ানা আবজাল ঢাকার উত্তরার বাসিন্দা। বাবা বিমান বাহিনীর প্রকৌশলী এবং তিনি নিজেও বিমান বাহিনীর সাবেক পাইলট। বর্তমানে স্বামীসহ যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। গত মাসের মাঝামাঝি তিনি স্বজনদের সঙ্গে দেখা করতে দেশে আসেন।

২০২১ সালে রিয়ানার বিয়ে হয় আমেরিকা প্রবাসী তৌহিদুল ইসলামের সঙ্গে। দম্পতির কোনো সন্তান ছিল না।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, “আমার মেয়েকে কুমিল্লার লাঙ্গলকোটে শ্বশুরবাড়িতে দাফন করা হবে।” নিখোঁজের খবর পাওয়ার পর রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন রিয়ানার স্বামী তৌহিদুল ইসলাম।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য