সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ অপরাহ্ণ

আ.লীগের নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে ৫২ স্থাপনায় নিরাপত্তা জোরদার

১০ নভেম্বর, ২০২৫ ১২:৩১:৩৭

এবার আ.লীগের নাশকতার আশঙ্কায় এবার চট্টগ্রামে ৫২টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যাপক জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী । একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় অঘটনের শঙ্কার কথা উঠে আসায় প্রশাসনও নড়ে চড়ে বসেছে । এদিকে, নাশকতা ঠেকাতে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। এছাড়া রয়েছে পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত ট্যানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, জ্বালানি তেলের প্রধান স্থাপনা এবং দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্নরিফাইনারি। একইসাথে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা ও ঢাকা- চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইনসহ জ্বালানি তেল সংশ্লিষ্ট নানা স্থাপনা। এছাড়া বিভিন্ন উপজেলায় রয়েছে একাধিক বিদ্যুৎকেন্দ্র।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, জ্বালানি তেল সংশ্লিষ্ট এসব স্থাপনাগুলোতে নাশকতা চালানো হতে পারে। তাই না শকতা ঠেকাতে সতর্কঅবস্থানে থাকার কথা জানিয়েছেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ূন কবির এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এদিকে ঢাকা ও চট্টগ্রামে পরপর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সারা দেশে আতঙ্ক ছড়িয়েছে। তাই বন্দরসহ আশপাশের এলাকায় নজরদারি জোরদার করার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, নাশকতা, নৈরাজ্য বা রাষ্ট্রীয় স্থাপনায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই মাঠপর্যায়ের কর্মকর্তাদের অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD