শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ণ

কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের

৯ নভেম্বর, ২০২৫ ১১:৪৪:৫৪
ফাইল ছবি

দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি পূর্বের মতোই চলবে। রোববার (৯ নভেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে সচিবালয়ে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, সোমবার আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষকদের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় আপাতত কর্মবিরতি স্থগিত রাখা হয়েছে। তবে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচি চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। হামলার পর শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান,
৩️. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত আছেন। কর্মবিরতির কারণে দেশের এসব বিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল।

এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। কিন্তু এতে বৈষম্যের অভিযোগ তুলে সহকারী শিক্ষকরা আন্দোলনে নামেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD