সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

৮ নভেম্বর ২০২৫, ৫:৫৪:৪৯

এবার যুক্তরাষ্ট্র শুক্রবার (৭ নভেম্বর) ঘোষণা করেছে যে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে বিশেষভাবে নির্ধারিত বৈশ্বিক সন্ত্রাসী (এসডিজিটি) নিষেধাজ্ঞা তালিকা থেকে সরানো হয়েছে। একই সঙ্গে সিরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী আনাস খাত্তাবকেও নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আল-শারাকে, যাকে আগে মুহাম্মদ আল-জাওলানির নামে তালিকাভুক্ত করা হয়েছিল, এক্সিকিউটিভ অর্ডার ১৩২২৪ অনুযায়ী (এসডিজিটি) তালিকা থেকে সরানো হয়েছে।

এই পদক্ষেপ আসে একদিন পরে, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আল-শারা ও খাত্তাবকে নিষেধাজ্ঞা তালিকা থেকে সরানোর একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাশার আল-আসাদের পদত্যাগ এবং আসাদের শাসনের ৫০ বছরেরও বেশি নির্যাতন পর সিরিয়ার নেতৃত্ব প্রদর্শিত অগ্রগতি স্বীকৃতির কারণে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য