কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান
এবার রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে এনসিপির নেতৃবৃন্দের ভূমিকা আছে। কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করেছে, যেগুলোর জন্য তাদের আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত। রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত।
অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দলটি দাঁড়াবে না।’ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমান বলেন, ‘দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভোলে? একদমই না।’
তিনি আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এই বিষয়ে উৎসাহী। কিন্তু এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে ফেলে সেটা বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে।’ এই উপস্থাপক বলেন, ‘বিএনপি দেশে ইতিমধ্যেই একটা আবহ তৈরি করতে পেরেছে।
তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করে না করবে না এবং সেই চেতনাকে ধারণ করে।’
তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) একটা মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির। সামনে হয়তো কখনো কখনো পথ চলাটা ঝুঁকিপূর্ণ মনে হবে। কিন্তু এই জায়গাটাতে বিএনপি সব মহলে, সব শ্রেণির সমর্থন পাবে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য