টেকনো, ইনফিনিক্স এবং আইটেল মোবাইল বর্জনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা

৬ নভেম্বর ২০২৫, ১১:৫৭:০২

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মোবাইল মার্কেটে গড়ে ওঠা ৯ সিন্ডিকেটের একচেটিয়া দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবসায়ীদের আন্দোলন শুরু হয়ে গেছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ও দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা একযোগে ঘোষণা দিয়ে বলেছেন—“আমরা আর টেকনো, ইনফিনিক্স এবং আইটেল বিক্রি করব না।”

সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ: নিম্নমানের তিনটি ব্রান্ড টেকনো, ইনফিনিক্স এবং আইটেল বর্জনের ঘোষণা দিয়েছি।

ব্যবসায়ীরা জানান, একটি সূত্রের মাধ্যমে জানতে পারা গিয়েছে যে মার্কেটে যেন শুধুই টেকনো, ইনফিনিক্স এবং আইটেল ব্র্যান্ডের বাজার গড়ে উঠে, তাই এই ২০ কোটি মানুষের মোবাইল মার্কেট চলে যাচ্ছে ৯টি সিন্ডিকেটের হাতে। এর পেছনে প্রধান ইন্ধন দাতা এবং কাজ করছে এর মাদার কোম্পানি। তাই সমস্ত ব্যবসায়ীর উদ্দেশ্যে দিকনির্দেশনা, আমরা বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি এই ৩টি ব্র্যান্ড (distributed by iSMARTu) অবাঞ্ছিত ঘোষণা ও বিক্রয় স্থগিত করলাম।

ক্রেতাকে এই ‘অচল ও নিম্নমানের পণ্য’ খাওয়ানোর অপচেষ্টা থেকে ক্রেতা সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হলো। আস্তে আস্তে সবার মুখোশ উন্মোচন করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য