শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ

যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছে দারাজ

৪ নভেম্বর, ২০২৫ ৬:০৭:৫২
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বহুল ব্যবহৃত ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে যৌন উত্তেজনা বৃদ্ধির নামে বিভিন্ন ওষুধ, জেল এবং ক্রীম প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ‘নারিদের হরমন ও যৌবন +’ নামের ক্যাপসুল, ‘লেডিস লুব্রিকেন্ট জেল’, ‘ফিমেল হট ক্রীম’ প্রভৃতি, যেগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি ও একান্ত মুহূর্তে পিচ্ছিলতা আনার কথা বলে প্রচার করা হচ্ছে।

শুধু তাই নয়, এসব পণ্যের সরাসরি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে, যাতে সহজেই আকৃষ্ট হচ্ছে তরুণ সমাজ।


দারাজের ওয়েবসাইট ও অ্যাপ ঘেঁটে দেখা গেছে, এসব পণ্য ‘হেলথ অ্যান্ড বিউটি’, ‘ওম্যান কেয়ার’, এমনকি ‘পারসোনাল কেয়ার’ বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে। কিছু কিছু পণ্যে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা সরাসরি অশ্লীল ও যৌনতা উস্কে দেওয়ার মতো। উদাহরণস্বরূপ, “মেয়েদের যৌনি অঞ্চল ভেজা রাখতে সহায়ক”, “সহবাসে ব্যথা দূর করে”, “যৌবন ফিরিয়ে আনতে কার্যকরী”, ইত্যাদি দাবি করা হয়েছে।

এসব পণ্যের প্যাকেট ও প্রচারণায় নারীদের দেহ খোলামেলা ও বিকৃত ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে, যা সমাজে অশ্লীলতা ও বিকৃত যৌন মানসিকতা ছড়াতে ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, এসব বিজ্ঞাপন ফেসবুকে স্পন্সর করে চালানো হচ্ছে, যেখানে বয়স যাচাইয়ের কোনো ব্যবস্থা নেই। ফলে কিশোর-কিশোরীরাও সহজেই এসব কনটেন্ট দেখতে পারছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এসব ওষুধ বা জেলের কার্যকারিতা নিয়ে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক ক্ষেত্রে এগুলো অবৈধভাবে আমদানিকৃত এবং আনরেজিস্টার্ড, যার ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। স্টেরয়েড, হরমোন বা রাসায়নিক উপাদান থাকা সত্ত্বেও অনেক সময় তা পণ্যের গায়ে উল্লেখ করা হয় না।

বর্তমানে এসব বিষয়ের ওপর সরকারের কোনও দৃশ্যমান নজরদারি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। অনলাইন প্ল্যাটফর্মে অশালীন ও ভুয়া স্বাস্থ্যপণ্য বিক্রির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) সংবাদবেলাকে বলেন,  এগুলো হয়তো রেগুলার চেকাপের গ্যাপে ইনপুট করা হয়েছে। যে সব সেলারা এইসব বিক্রি করছে তাদেরকে আমরা সর্তক করেছি। যদি কেউ বিক্রয় করে থাকে আমরা ব্যবস্থা নিবো।

তবে, দারাজের ওয়েবসাইটে এই রিপোর্ট প্রকাশ করার আগ পর্যন্তও এসব নিষিদ্ধ পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD