প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ভেবেছিলাম তার হায়াত কতটুকু: মাহমুদউল্লাহর কঠিন সময়ের কথা জানালেন স্ত্রী

৪ নভেম্বর ২০২৫, ৬:৫২:৪৫

এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। মৃত্যুকে যেন খুব কাছে থেকে দেখেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি প্রকাশ করেছেন, মাহমুদউল্লাহ সেসময় তার কাছে ‘ক্ষমা’ চেয়ে নিয়েছিলেন।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের কার্ডিওথোরাসিস হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিইউ) দরজার একটি ছবি পোস্ট করেন মিষ্টি। তিনি সেই দিনটিকে (২৭ অক্টোবর, ২০২৫) তার জীবনের ‘সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময়’ বলে অভিহিত করেন। মিষ্টি লেখেন, ‘এই দরজার ভেতরে ঢোকার আগে সে (মাহমুদউল্লাহ) যখন আমাকে বললো, আমি যেন তাকে ক্ষমা করে দিই, সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি। হবেও না ইনশা আল্লাহ।’

সেই কঠিন মুহূর্তে নিজেকে শক্ত রাখার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘সেসময় নিজেকে খুব শক্ত করে সামলেছি। এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে, সেই আমি কীভাবে এত শক্ত ছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন।’

তবে বাইরে শক্ত থাকলেও ভেতরে ভেতরে চরম আশঙ্কায় ভুগছিলেন তিনি। মিষ্টি লেখেন, ‘কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটাতো একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কীভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ।’ বর্তমানে মাহমুদউল্লাহ শঙ্কামুক্ত হলেও সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করছে তার স্ত্রীকে। তিনি লেখেন, ‘মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বারবার মনে পড়ছে। হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad