ট্রেন আটকে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীদের বিক্ষোভ
এবার ময়মনসিংহে মর গৌরীপুরে যাত্রীবাহী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এতে নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকার রেলযোগাযোগ কিছুক্ষণ বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনে এই অবরোধের ঘটনা ঘটে। তবে ঘটনার খবরে তাৎক্ষণিক রেলওয়ে থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বিক্ষোভকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার দিকে হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে বিক্ষোভকারীরা মনোনয়নবঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরণের পক্ষে স্লোগান দেয়। এ সময় তারা গৌরীপুর আসনে প্রার্থী পরির্বতনের দাবি জানান।
এদিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, যাত্রীবাহী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিলে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতেই বিএনপির কর্মীসমর্থকরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এতে অন্যান্য লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নেত্রকোণার মোহনগঞ্জ ও ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য