রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান

৩ নভেম্বর, ২০২৫ ৫:০৪:২৭

এবার বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত বরগুনা জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিজুর রহমান দিনারও জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

গতকাল রোববার (২ নভেম্বর) বিকেলে বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদ ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সভায় সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন বলেন, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে পদত্যাগ করে তিনি বামনায় আসেন। পরে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৯৭ সালে দলটি থেকে বহিষ্কৃত হন। এরপর ২০০২ সালে বিএনপিতে যোগ দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন এবং ২০১৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হন। পরে বিএনপিতে পুনর্বহালের জন্য একাধিকবার আবেদন করলেও তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১১ বছর আমাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় রাখা হয়েছে। ৯ বার আবেদন করেও কোনো ফল পাইনি। তাই আমি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে ২০১৪ সালে সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুনকে বহিষ্কার করা হয় বলে জানান বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. হুমায়ুন হাসান শাহীন এবং বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা। তারা বলেন, তিনি একাধিকবার আবেদন করলেও দলের পদ ফিরে পাননি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD