চলতি মাসেই ধেয়ে আসতে পারে আরও একটি ঘূর্ণিঝড়

৩ নভেম্বর ২০২৫, ১২:১০:১১

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমেই দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই বঙ্গোপসাগর এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে চলতি নভেম্বরে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ মিলিমিটার থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার থাকতে পারে এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য