বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক। প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল হাউজফুল। তবে আগামী পাঁচ বছর বিপিএলে দেখা যাবে না ফরচুন বরিশালকে।
এরই মধ্যে বিসিবির কাছে দলটির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। নিজেদের বাড়ি কুমিল্লায় হলেও কেন বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার কামাল তালুকদার।
বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের ভাবির গ্রামের বাড়ি বরিশাল। আমাদের এক পার্টনারও বরিশাল থেকে। বরিশালের বড় ফ্যানবেজ ও ক্রিকেটপ্রেমী মানুষদের ভালোবাসা কাজে লাগিয়ে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই।’
কামাল আরও জানান, বরিশালের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেলে দল সাজানোর ক্ষেত্রে কোনো আপস করবেন না তারা। একই সাথে তিনি ইঙ্গিত দেন, দল পেলে ফরচুন বরিশালের মতো দলে থাকবে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের চমকও।
তিনি বলেন, ‘ফরচুন বরিশাল যেমন জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছিল, আমরা তার চেয়ে কম দল গঠন করব না, ইনশাআল্লাহ। যদি আমরা দল পাই, কোচ ও খেলোয়াড় নির্বাচনে চমক থাকবে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজসহ বিভিন্ন দেশ থেকে তারকা খেলোয়াড় আনার চেষ্টা করব।’
গত দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। দুই আসরেই দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি এবং ২০২৩ সালে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তামিম রাজি থাকলে তাকে দলে চায় বরিশালের এই নতুন ফ্র্যাঞ্চাইজি।
তামিমকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে কামাল বলেন, ‘তামিম ভাই বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করব। উনি রাজি থাকলে আমাদের দলে খেলতে দেখতে চাই।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য