রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: বিবৃতি জামায়াতে ইসলামীর

২ নভেম্বর, ২০২৫ ৪:২৭:৫৮
সংগৃহীত

এবার একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনা ‘মানবতাবিরোধী অপরাধ’ বা ‘একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে দলটি। জামায়াত এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক হীনমন্যতা’প্রসূত বলে অভিহিত করেছে। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সচিব জেনারেল মাওলানা আবদুল হালিম এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আলাল গত ১ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে’ মর্মে মন্তব্য করেছিলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, আলালের এই বক্তব্য ‘জাতীয় ঐক্যবিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তার এ ধরনের মন্তব্যে স্পষ্ট বোঝা যায়, তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফ্যাসিস্টদের সুর ধ্বনিত হচ্ছে।

মাওলানা আবদুল হালিম দৃঢ়তার সঙ্গে বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে জামায়াতকে উদ্দেশ্য করে এই ধরনের অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সম্পূর্ণ সচেতন।

জামায়াত নেতা মনে করেন, বর্তমানে যখন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐকমত্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন, তখন আলালের মতো একজন দায়িত্বশীল নেতার বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী। তিনি আলালের এই উসকানিমূলক মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও উল্লেখ করেন।

মাওলানা আবদুল হালিম বিবৃতিতে বলেছেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যা ইসলামী মূল্যবোধ, ন্যায়নীতি ও জনগণের কল্যাণে নিবেদিত। তিনি জামায়াতকে নিষিদ্ধ করার দাবিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিদ্বেষপ্রসূত’ বলে আখ্যা দেন। তিনি মোয়াজ্জেম হোসেন আলালের প্রতি ভবিষ্যতে জাতীয় ঐক্য ও বিভাজন সৃষ্টিকারী বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD