প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাত্র ৯ মাসেই হাফেজ ১১ বছরের ইয়াছিন

২ নভেম্বর ২০২৫, ১:২২:৩২

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাত্র নয় মাসেই হাফেজ হয়েছেন ১১ বছর বয়সী কিশোর ইয়াছিন আরাফাত।  শনিবার (১ নভেম্বর) সকালে বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া মাদরাসা মিলনায়তনে তাকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি গোলাম সরোয়ার ফরিদী আনুষ্ঠানিকভাবে তাকে পাগড়ি পরিয়ে দেন।

হাফেজ ইয়াছিন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী।

ইয়াছিন বলেন, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি একজন বড় আলেম হতে পারি।

এ বিষয়ে মাদরাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদরাসায় ভর্তি হয়। আমাদের শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন।

তিনি ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে সেই দোয়া করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদরাসার উপদেষ্টা আ. ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিন প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য