শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক

১ নভেম্বর, ২০২৫ ৬:২৭:১৪
সংগৃহীত

এবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা হাত ছাড়া করতে পারে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের হালুয়াঘাট উপজেলার সভাপতি ও ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাইজুল ইসলাম আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের কৃতিত্ব নয়, জুলাই আন্দোলন হয়েছে সকল ধর্ম, বর্ণ, শ্রেণিপেশার মানুষের কৃতিত্বে। বাংলাদেশ খেলাফত মজলিস কথা দিচ্ছে, কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। আমরা আগামী বাংলাদেশে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD