শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ণ

প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের কানের দুল ছিনতাই করা সেই দুই ছিনতাইকারী গ্রেফতার

১ নভেম্বর, ২০২৫ ৫:৩৬:২১
সংগৃহীত

সম্প্রতি প্রকাশ্যে ফরিদপুরে এক গৃহবধুকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল সেই দুই ছিনতাইকারীদের গ্রেফতার করেছে র‍্যাব। ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী রায়হান মোল্যকে গ্রেফতার করা হয়। শনিবার (১ নভেম্বর) সকালে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব ১০’র অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

র‌্যাব জানায়, আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল ও পালসার মটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মটোরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের রবাত দিয়ে র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়।

তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে । এছাড়াও ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০ টির বেশি মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সদর উপজেলার শহরতলীর উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে ওই দুই ছিনতাইকারী। পুরো ঘটনাটির সিসি টিভি ফুটেজ যমুনা টেভির ডিজিটাল প্লাটফর্মে আপলোড হলে মুহুর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD