প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

নতুন করে ৭ এলাকা দখলে নিলো রাশিয়া

১ নভেম্বর ২০২৫, ১২:৫৪:১৩

ছবি: সংগৃহীত

নতুন করে ইউক্রেনের আরও ৭টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত সপ্তাহে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে একটি বড় ধরনের হামলা এবং অন্তত ৬টি দলগত হামলা চালিয়েছে। এর ফলে সাতটি ইউক্রেনীয় গ্রামের নিয়ন্ত্রণ পেয়েছে তারা। শুক্রবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভোস্টক (পূর্ব) বাহিনীর একটি অভিযানে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ছয়টি বসতি এবং জাপাদ (পশ্চিম) বাহিনীর একটি অভিযানে খারকিভ অঞ্চলে একটি বসতি দখল করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প উদ্যোগ ও জ্বালানি সুবিধা, পরিবহন অবকাঠামো, সামরিক বিমান ক্ষেত্র, অস্ত্রাগার, ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন তৈরির কর্মশালা, সংরক্ষণাগারের পাশাপাশি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও বিদেশি ভাড়াটেদের অস্থায়ী স্থাপনাগুলোতে নির্ভুল হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিমান হামলার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। গত সপ্তাহে, ইউক্রেনের ১৭টি গাইডেড আকাশ বোমা, ১০টি মার্কিন তৈরি রকেট, দুটি দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র নেপচুন এবং ১৭০১টি বিমানের মতো ড্রোন ভূপাতিত করেছে মস্কো।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, রাশিয়া ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। তিনি বলেছেন, এসব হামলায় ব্যবহার করা বেশিরভাগ গোলা এবং রকেট ভূপাতিত করেছে তার বাহিনী।

সূত্র: আনাদোলু

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য