আপত্তিকর অবস্থায় নারীর সঙ্গে জামায়াত নেতা আটক
ছবি: সংগৃহীত
ভোলার মনপুরায় গভীর রাতে দুই সন্তানের জননী ও এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় ওই বিধবা নারীর ঘর থেকে স্থানীয়রা জামায়াত নেতাকে আটক করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। পরে বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. হুমায়ুন ও সাবেক মেম্বার আছিউল হক।
ধরা পড়া ওই জামায়াত নেতা মো. শোয়াইব উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক। তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা শোয়াইব ওই বিধবা নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করে অনৈতিক কাজ করছেন। মঙ্গলবার রাত ২টার দিকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে ওই জামায়াত নেতা ও বিধবা নারীর সম্মতিতে কাজী ডেকে বিবাহ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল ইসলাম জসিম জানান, এসব অপকর্মের দায় জামায়াত নেবে না।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ঘটনাটি শুনেছি। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য