ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইফতেখার মাহমুদের ইন্তেকাল, গভীর শোক প্রকাশ
ছবি: সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার মাহমুদ আর নেই। দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারে আক্রান্ত থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার।
বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইফতেখার মাহমুদ ছিলেন একনিষ্ঠ, জ্ঞাননিষ্ঠ ও দায়িত্বশীল শিক্ষক। তার অবদান ইস্টার্ন ইউনিভার্সিটির একাডেমিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এলএল.বি এবং ২০০৪ সালে এলএল.এম ডিগ্রি অর্জন করেন ইফতেখার। এরপর ২০০৫ সালে শিক্ষকতা জীবন শুরু করেন। প্রায় দুই দশকের এই যাত্রায় বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। একাডেমিক কাজের পাশাপাশি ইফতেখার ইস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সেন্টার ফর সোশ্যাল ইনোভেশন অ্যান্ড আউটরিচ (CSIO)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য