বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য শাহজালালে অভ্যর্থনা লাউঞ্জ
ছবি: সংগৃহীত
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগত প্রতিনিধিদের জন্য ইমিগ্রেশন এলাকার ঠিক আগে লাউঞ্জটি স্থাপন করা হয়েছে। তাদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং হোস্ট কর্মকর্তারা প্রস্তুত থাকবেন।
যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য অগ্রহীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে ই-মেইলে (pro@mofa.gov.bd) এবং +৮৮০১৭৫৪-০৬৮৫২০ নাম্বারে যোগাযোগ করার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনে ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিনিধি বাংলাদেশে আসবেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য