শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই: প্রেস সচিব

৩০ অক্টোবর, ২০২৫ ১২:৪০:১২

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একবিংশ শতাব্দীতে স্বৈরাচার হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি। তার কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জাতিসংঘের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন যারা, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যান। শফিকুল আলম উল্লেখ করেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন রয়টার্স, এএফপি এবং দ্য ইনডিপেনডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনার বক্তব্য এসেছে, যা সরকারের দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ।

প্রেস সচিব বলেন, সরকার বা জাতীয় পর্যায়ে এই সাক্ষাৎকারের বিষয়টি এখনো বিস্তারিতভাবে পড়েনি। এ বিষয়ে মন্তব্য করা হবে পরে। তিনি বলেন, “যে ক্লেইমগুলো শেখ হাসিনা করছেন, সেগুলো যেন একপক্ষীয় বা আনকনটেস্টেড না থাকে। একটি লোকাল নিউজ মিডিয়াতেও দেখা গেছে, আইসিসির কাছে তার পার্টি একটি ক্লেইম করছে, যেখানে শেখ হাসিনার ভয়ানক হিউম্যান রাইটস ভায়োলেশন উল্লেখ নেই। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

শফিকুল আলম আরও জানান, সাক্ষাৎকারে শেখ হাসিনা উল্লেখ করেছেন, আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জন করা হতে পারে। তিনি বলেন, “এ ধরনের ক্লেইমগুলো নিয়ে সরকার মনে করছেন না কোনো সমস্যা হবে। তবে এগুলো একপক্ষীয় হিসেবে প্রচার করা হচ্ছে।”

প্রেস সচিবের অভিযোগ, শেখ হাসিনা এবং তার সমর্থকরা দেশের অর্থ চুরি করে যুক্তরাজ্যের সবচেয়ে দামি আইন ফার্ম হায়ার করছেন এবং এটিকে দেশীয় কোনো অংশপ্রাপ্তি প্রমোট করছে। তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য হুমকি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD