ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয়: নাহিদ
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরের পর্যটন মেট্রোর হলরুমে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন যেন হয়, এজন্য সব পক্ষকেই কাজ করতে হবে। পতিত শক্তি নানা ষড়যন্ত্র করছে। যদি কোনো দল বা শক্তি এককভাবে সব কিছু করতে চায় বা জাতীয় ঐক্য ভাঙে, তাহলে তাদের হিতে বিপরীত হবে। তারা সংসদ টেকাতে পারবে না এবং জনগণের আস্থা পাবে না। তাই সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ শুধু একটি দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। সনদ বাস্তবায়ন ছাড়া দেশের গণতন্ত্র পূর্ণ হবে না। আমরা চাই, ঐকমত্য কমিশনের সুপারিশ অনুসারে সংবিধান সংস্কারের বিষয়গুলো গণভোটে যাক। জনগণই নির্ধারণ করবে কী থাকবে এবং কী বদলাবে। নোট অব ডিসেন্ট থাকবেনা।”
নাহিদ বলেন, “গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচনের কোনো অর্থ নেই। এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে শুধুই আনুষ্ঠানিকতা—কাগজের উপর সাইন মাত্র। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও ত্রিদলীয় রূপরেখা কেবল ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে ব্যবহার হয়েছে। জনগণের রক্তের ত্যাগ আমরা ভুলতে পারি না এবং সেই ভুল আর করবে না।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য