শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০১:২৮ অপরাহ্ণ

তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি: ত্বকীর বাবা

২৯ অক্টোবর, ২০২৫ ৩:২৬:৩৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন বারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে তার নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে সন্তানের মৃত্যুতে শোকাহত বাবা বদিউল আলমের আবেগঘন বক্তব্য সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে।

জানাজায় নামাজের আগে উপস্থিত বিশাল জনসমাবেশের সামনে ত্বকীর বাবা মাদ্রাসা শিক্ষক বদিউল আলম বলেন, আমার ছেলে হাসপাতালের আইসিইউতে যতটুকু প্রাণশক্তি ছিল, সেটুকু দিয়ে জিকির করেছে। আমি বেডের কাছে গিয়ে শুনতাম আমার ছেলে কী করছে। তার প্রতিটি নিঃশ্বাসে আমি জিকিরের শব্দ শুনেছি।

বদিউল আলম আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, আল্লাহ যদি আমার ছেলের হায়াত না থাকে, তাকে তুমি ঈমানের সঙ্গে নিয়ে যাও।

বদিউল আলম আরও বলেন, ত্বকী জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইসলামের নিয়ম অনুযায়ী জীবন যাপন করত আমার ছেলে। সে যখন মারা যায়, আমার কষ্ট হয়েছে, তবে আমি জানি আমার রবের সন্তুষ্টি কী। আমি দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেছি। আমি তাকে সাদা কাপড়ে মুড়িয়ে বাড়ি এনেছি, তার লাশ আমি কাঁধে নিয়েছি, তাকে জান্নাতে পৌঁছে দেব বলে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।

হাফেজ ত্বকী ২০০০ সালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা বদিউল আলমের পাঁচ ছেলের মধ্যে সবার বড় ছিলেন।

সাইফুর রহমান ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।

স্বজনরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ত্বকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামের বাড়ি ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন। জানাজার আগে ত্বকীর শিক্ষক, ভাই ও স্থানীয়রা তার স্মৃতি রোমন্থন করেন।

জানাজা শেষে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে হাফেজ ত্বকীর লাশ দাফন করা হয়। সাইফুর রহমান ত্বকীর অকাল মৃত্যুতে পরিবারটি শোকে ভাসছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD