প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

গোলরক্ষক মার্তিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহীর মৃত্যু

২৯ অক্টোবর ২০২৫, ২:৪৪:৪২

ছবি: সংগৃহীত

ইতালির কোমো প্রদেশে ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক হোসেপ মার্তিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ৮১ বছর বয়সী এক হুইলচেয়ার আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যদিও মার্টিনেজ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে জরুরি সেবায় ফোন করেন এবং লোকটিকে সাহায্যের চেষ্টা করেন, কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই হুইলচেয়ার আরোহীর মৃত্যু হয়।

ইতালীয় পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ২৭ বছর বয়সী গোলরক্ষক মার্তিনেজ ইন্টার মিলানের অ্যাপিয়ানো জেনটিলে প্রশিক্ষণ কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। কোমো প্রদেশে রাস্তার পাশে সাইকেলের লেনে তার গাড়িটি এক বৈদ্যুতিক হুইলচেয়ারের সঙ্গে ধাক্কা খায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হুইলচেয়ারটি গাড়ির লেনে চলে এসেছিল।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মার্তিনেজ এই দুর্ঘটনায় শারীরিকভাবে আঘাত না পেলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দুর্ঘটনার পর তাকে নিকটস্থ হাসপাতালে রক্তে অ্যালকোহল ও মাদকের উপস্থিতি পরীক্ষার জন্য নেয়া হয়।

বর্তমানে পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা রাস্তার টায়ার মার্ক পরীক্ষা করছে, যাতে ব্রেকিং দূরত্ব এবং গাড়ির প্রাথমিক গতি সঠিকভাবে নির্ণয় করা যায়। এই মর্মান্তিক ঘটনার কারণে ইন্টার মিলান তাদের বুধবার (২৯ অক্টোবর) ফিওরেন্টিনার বিপক্ষে সিরি ‘আ’ম্যাচের পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছে। ক্লাবটি দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালে জেনোয়া থেকে ইন্টার মিলানে যোগ দেয়া এই স্প্যানিশ গোলরক্ষক ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন। এর আগে তিনি লাস পালমাস ও আরবি লাইপজিগের হয়েও খেলেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য