‘প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন, ব্যত্যয় হলে দায় ড. ইউনূস সরকারের’
২৯ অক্টোবর ২০২৫, ১:৩৩:১৭
বিএনপি মহাসচিব f বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন ব্যত্যয় হলে এর দায় ড. ইউনূস সরকারকে নিতে হবে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যারা নৈরাজ্য দেখতে চায়, তারাই নির্বাচন পেছাতে কথা বলছে। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন হবে।
নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য