প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে আইপিডিসি ফাইন্যান্সের
ছবি: সংগৃহীত
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪৩০টি এবং পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ২০.৯৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৭২ শতাংশে।
আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪০ শতাংশ, সরকারের কাছে রয়েছে ২১.৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮.৩৪ শতাংশ শেয়ার।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য