প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

টি-টোয়েন্টিতে হেরে সিরিজ শুরু টাইগারদের

২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৬:০৯

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। রিশাদ হোসেনের লেগস্পিনে ভাঙে জুটি, তিনি ফিরিয়ে দেন আথানজেকে (২৭ বলে ৩৪)। এরপর তাসকিন আহমেদ পরপর তুলে নেন ব্রেন্ডন কিং (৩৬ বলে ৩৪) ও শেরফান রাদারফোর্ডকে। তবে শেই হোপ ২৮ বলে অপরাজিত ৪৬ ও রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশের ব্যাটিং ধসে পড়ে শুরুতেই। ৬ ওভারে ৪১ রানে ৪ উইকেট হারায় দল। তানজিদ তামিম ৫ বলে ১৫ রান করেন, তবে লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১) ও নুরুল হাসান (৫) ব্যর্থ হন। তাওহীদ হৃদয় ২৫ বলে ২৮ রান করে ফেরার পর হার নিশ্চিত হয়ে যায়।

শেষদিকে তানজিম সাকিব (২৭ বলে ৩৩) ও নাসুম আহমেদ (১৩ বলে ২০) কিছুটা প্রতিরোধ গড়েন।

বোলিংয়ে নাসুম আহমেদ (৪ ওভারে ১৫ রান) ও মুস্তাফিজুর রহমান (৪ ওভারে ২৪ রান) ভালো করেন। তাসকিন ২ উইকেট নেন, রিশাদ পান ১টি। ক্যারিবীয়দের হয়ে জেসন হোল্ডার ও জাইডেন সিলস তিনটি করে এবং আকিল হোসেন ২টি উইকেট নেন।

১৬ রানের এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad