প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ভাইয়ের সংসারও চালাতেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালাম

২৬ অক্টোবর ২০২৫, ১১:১৫:৪৮

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত হয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক যুবক। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে ছোট ছিলেন এবং স্ত্রী-সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলিতে থাকতেন।

পরিবার জানায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই কালাম বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হয়নি। ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড তার মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাবি আসমা আক্তার বলেন, “সকালে কথা হয়েছিল। সে বলেছিল, কয়েক দিনের মধ্যেই বাড়ি আসবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর খবর শুনলাম।” তিনি আরও বলেন, “আমাদের সংসারের হাল ও-ই ধরেছিল। এখন ওর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সরকারের কাছে আমরা ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চাই।”

পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল। তার আকস্মিক মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad