ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন (7th International Conference on Integrated Sciences-ICIS 2025) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্যা গাম্বিয়া (আইওইউ)-এর যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে নৈতিক ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ভিডিও বার্তা প্রদান করেন আইওইউ-এর আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যগণ, প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিকস) প্রফেসর ড. মুহাম্মদ আহসান। আরও উপস্থিত ছিলেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান। এছাড়া আইসিডিডিআর,বি-এর উপদেষ্টা (এইচআর) ড. মো. মুশাররফ হোসেন অনুষ্ঠানে ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন টেকনিক্যাল ও প্যারালাল সেশনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলোতে বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও ইসলামী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন আইওইউ-এর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান এবং কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক ড. আবু বিন ইহসান। এছাড়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইওইউ-এর রিসার্চ এবং পাবলিকেশন্সের পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, পেপার প্রেজেন্টার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য