তুরস্ক উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু
ছবি: রয়টার্স থেকে সংগৃহীত
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। সূত্র:রয়টার্স
মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। স্থানীয় সময় রাত ১টার কিছু পর ওই ব্যক্তি জানান, মোট ১৮ জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়।
তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন, যিনি বোডরুম উপকূলের সেলেবি দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। এছাড়া সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গভর্নরের দপ্তর জানায়, নিখোঁজদের উদ্ধারে চারটি কোস্টগার্ড নৌকা, একটি বিশেষ ডাইভিং টিম এবং একটি হেলিকপ্টার অংশ নিচ্ছে।
এজিয়ান সাগর ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট, যেখানে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা হাজারও অভিবাসী নৌপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তুরস্কে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত লাখো শরণার্থী আশ্রয় নিয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য